ধলঘাটা ইউনিয়ন তথ্য ও সেবা কেন্দ্র।
ইহা বাংলাদেশের অন্যান্য তথ্য সোবার মত ২০১০ সালের ১১ নভেম্বর প্রতিষ্টা লাভ করেন। বাংলাদেশের প্রধান মাননীয় মন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এক সাথে উক্ত দিন সকাল ১০ টায় ইহার উদ্ভোধনী ঘোষনা করেন।
এখানে সল্পমূল্যো সেবা ও বিনা মূল্যো তথ্য প্রদান করা হয়। বর্তমানে এই সেবা কেন্দ্র হতে নিন্মোক্ত সেবা সমূহ পাওয়া যায়:-
১। জন্ম নিবন্ধন, ২। মৃত্যু নিবন্ধন, ৩। জাতীয় সনদ, ৪। ওয়ারিশ সনদ, মামলা, বিচারিক সহ যে কোন আবেদন
বা আবেদন ফরম পাওয়া যায়।
প্রতিষ্টাকাল থেকে ইহাতে ২ জন উদ্যোক্তা সরকারী নিয়মানুযায়ী নিয়োগ দেয়া হয়, এরা হলেন:-
১। মোহাম্মদ গিয়াস উদ্দিন।
পিতা: আলহাজ্ব রওশন আলী।
মাতা: আরফা বেগম।
শিক্ষাগত যোগ্যতা: এম,এম ( অনার্স)
গ্রাম: সাপমারার ডেইল
ইউনিয়ন: ধলঘাটা।
উপজেলা: মহেশখালী।
জেলা: কক্সবাজার।
২। মোহাম্মদ গিয়াস উদ্দিন।
পিতা: আলহাজ্ব হাসমত আলী।
মাতা: তৈয়বা বেগম।
শিক্ষাগত যোগ্যতা: এইচ,এস,সি (আলিম)
গ্রাম: সাপমারার ডেইল
ইউনিয়ন: ধলঘাটা।
উপজেলা: মহেশখালী।
জেলা: কক্সবাজার।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস