বর্তমান ধলঘাটার যোগাযোগ ব্যবস্থা অনেকটা উন্নত। স্থল ও জলপথ দুটি যোগাযোগের প্রধান মাধ্যম।
সড়ক পথে-
ঢাকা
ঢাকা-চট্রগ্রাম-কক্সবাজার হতে আরাকান মহাসড়ক পথে সরাসরি চকরিয়া থানা রাস্তার মাথা, সেখান থেকে বদরখালী হয়ে কালারমা ছড়া বাজার ষ্টেশন। তথা হতে পশ্চিম মুখি অর্ধ কিলো মিটার গেলে ধলঘাটা যাওয়ার বোট/ নৌকা যোগে ধলঘাটা সাপমারার ডেইল ঘাটে, সেখান থেকে ধলঘাটা ইউনিয়ন পরিষদ ১.৫ কিলোমিটার।
কক্সবাজার সদর হতে স্প্রীট বোট বা কাটের বোটে করে মহেশখালী উপজেলা ষ্টেশন, সেখান থেকে সি, এনজি/টেক্সি/জীপ গোগে কালারমা ছড়া বাজার ষ্টেশন। তথা হতে পশ্চিম মুখি অর্ধ কিলো মিটার গেলে ধলঘাটা যাওয়ার বোট/ নৌকা যোগে ধলঘাটা সাপমারার ডেইল ঘাটে, সেখান থেকে ধলঘাটা ইউনিয়ন পরিষদ ১.৫ কিলোমিটার। ইউনিয়ন পরিষদ ।(ভাড়া ১৫০/২০০)টাকা।
মাতার বাড়ী ইউনিয়ন হয়ে: ঢাকা-চট্রগ্রাম-কক্সবাজার হতে আরাকান মহাসড়ক পথে সরাসরি চকরিয়া থানা রাস্তার মাথা, সেখান থেকে বদরখালী হয়ে মাতার বাড়ী রাজ ঘাটা হয়ে গাড়ী যোগে সাইরার ডেইল ভায়া ধলঘাটা মুহুরী ঘোনা তথা হতে ধলঘাটা ইউনিয়ন পরিষদ ৩ কি:মি:(ভাড়া ১২০/১৫০)টাকা
জলপথে ঢাকা-চট্রগ্রাম-কক্সবাজার হতে জলপথে নৌকা,ইঞ্জিন বোট ও ট্রলারের মাধ্যমে ধলঘাটা সাপমারার ডেইল ঘাটে, সেখান থেকে ধলঘাটা ইউনিয়ন পরিষদ ১.৫ কিলোমিটার।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস