Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ধলঘাটা ইউনিয়নের ইতিহাস

ধলঘাটা ইউনিয়নের ইতিহাস

আজ থেকে প্রায় ৩৫৪ বছর পূর্বে ১৬৫৯ সালে পর্যটন নগরীর কক্সবাজারের অত্যন্ত সস্ভাবনাময় নান্দনিক ইউনিয়ন ধলঘাটার দ্বীপটি প্রতিষ্টা লাভ করে। বঙ্গোপসাগরের উত্তাল মোহনা ও খরস্রোতা দক্ষিণ বঙ্গোপ সাগরের কুলে গড়ে ওঠা, কূহেলীর তীরে অবস্থিত এই উপকুল একটি প্রাচীন জনপদ। সমুদ্র-নদীর অপরূপ মিলন মেলায় মহাসৌন্দর্যে গড়া উঠা এই কূহেলীয়া নদী আর সেই কূহেলীয়া নদীর সাপমারার ডেইল ঘাটে একটি নৌকা নদীর বেলাভূমিতে আটকে গেলে তখনকার নাম করা বলী স্থানীয় ধলাবলী নিজে একা নৌকাটি বেলাভূমি থেকে নদীতে নামিয়ে ভাসিয়ে দেয় আর তখন থেকে এই ধলাবলীর  নামানুরারে এই ইউনিয়নের নাম করণ করা হয় ধলঘাটা ইউনিয়ন। এ যেন এক উপত্যাক। কালের আবর্তে প্রকৃতির পরির্বতনের ফলে ধীরে ধীরে ভূখন্ডের আয়াতন বাড়তে থাকে,গডে উঠে বিরাট উপকুল। এখানকার নাম করা রমনী কূহেলীর নামের সাথে মহান আল্লাহর গড়া রূপালী নদীর নাম হচ্ছে কূহেলীয়া নদী। মানব সভ্যতার ক্রমো বিকাশের সাথে স্থানীয় ধলাবলীর নামানুসারে  নামটি পরির্বতন জনপদের মানব মনে আসন করে নেয়। দক্ষিণ পশ্চিম বঙ্গোপ সাগরের কূল ঘেসে গড়ে উঠা এ ইউনিয়ন এ কাল চক্রের আর্বতে নামের অপভ্রংশ ধলঘাটা।...... সংযোজক: মোহাম্মদ গিয়াস উদ্দিন।

জেলা

 

কক্সবাজার

উপজেলা

 

মহেশখালী

সীমানা

 

উত্তরে মাতারবাড়ী ইউনিয়ন, পূর্বে কূহেলীয়া নদী, দক্ষিনে কূহেলীয়া নদী ও বঙ্গোপ সাগরের মোহনা,পশ্চিমে বঙ্গোপসাগর।

উপজেলা সদর হতে দূরত্ব

 

২৩ কি:মি:

আয়তন

 

২১.৬৭ বর্গকিলোমিটার

জনসংখ্যা

 

২০,০০০জন(প্রায়)

 

পুরুষ

১১,৫৬৪জন(প্রায়)

 

মহিলা

৯,৪৩৬জন(প্রায়)

মোট ভোটার সংখ্যা

 

৮,৯৭০ জন

 

পুরুষ ভোটার সংখ্যা

জন

 

মহিলা ভোটার সংখ্যা

জন

বাৎসরিক জনসংখ্যা বৃদ্ধিরহার

 

১.৩০%

মোট পরিবার(খানা)

 

২২৪৮টি

নির্বাচনী এলাকা

 

২৯৫ কক্সবাজার-২(মহেশখালী-কুতুব দিয়া)

গ্রাম

 

১৪টি

মৌজা

 

১টি

এতিমখানা

 

০০টি

মসজিদ

 

৪৬টি

মন্দির

 

০১টি

হাট-বাজার

 

৩টি

পোস্টঅফিস/সাব পোঃঅফিস

 

১টি

ক্ষুদ্র কুটির শিল্প

 

০০টি

বৃহৎ শিল্প

 

০০টি

 

বর্তমান পরিষদ

 

নির্বাচিত পরিষদ সদস্য

 

১৩ জন

দায়িত্বরত চেয়ারম্যান

 

আহছান উল্লাহ বুচ্চু

ইউনিয়ন পরিষদ সচিব

 

০১ জন

ইউ আই এস সি  উদ্যোক্তা

 

০২ জন

গ্রাম আদালত

 

০২ জন

গ্রাম পুলিশ

 

৯ জন