পরিষদ চেয়ারম্যান জনাব আহছান উল্লাহ বাচ্চুর সভাপতিত্বে অদ্যকার সভার কার্যক্রম যথারীতি আরম্ভ করা হয়। সভার প্রারম্ভে বিগত সভার কার্যাবলী পাঠ করা হলে সদস্যবৃন্দ দ্বিমত পোষন না করায় বিগত সভার কার্যাবলী সর্বসম্মতভাবে অনুমোদিত হয়।
ধলঘাটা ইউনিয়নের ষ্ট্যান্ডিং কমিটি পূর্ণ গঠনঃ প্রসত্মাব উত্তাপন করে সভাপতি সাহেব সভাকে জানান যে, বিগত ২৭/০২/২০১৫ ইং তারিখে অনুষ্টিতব্য ইউনিয়ন পরিষদের মাসিক সভার যে সমসত্ম স্ট্যান্ডিং কমিট গঠিত হয়েছিল তা মন্ত্রণালয়ের সিদ্ধামত্মক্রমে পুণ: গঠন করা প্রয়োজন। তিনি এ সংক্রামত্ম প্রাপ্ত পত্রের কপি সদস্যবৃন্দের অবগতির জন্য পাঠ করে শুনান। পত্রের মর্ম অনুসারে কমিটি গঠন সংক্রামত্ম বিষয়াদি নিয়ে সদস্যবৃন্দের সাথে মত বিনিময় করেন। সদস্যবৃন্দ আলোচনায় অংশগ্রহন করেন।
সিদ্ধান্ত:সদস্যবৃন্দের মধ্যে ব্যাপক আলাপ আলোচনার পর নিম্নলিখিতভাবে ইউনিয়ন পরিষদের ১৩টি ষ্ট্যান্ডিং কমিটি পূণ: গঠন করা হয়। পূর্ণ: গঠিত কমিটিকে নিয়ে প্রতি দুই মাসের মধ্যে কমপক্ষে একবার হলেও সভা আহবান করার জন্য কমিটির সভাপতিকে অনুরোধ জানিয়ে সর্বসম্মত সিদ্ধামত্ম গৃহিত হয়।
কমিটির রূপরেখা নিম্নরম্নপ
অর্থ ও সংস্থাপন কর নিরম্নপন সংক্রামত্ম
ক্র: নং | সদস্যদের নাম | পদবী |
| ক্র: নং | সদস্যদের নাম | পদবী |
০১ | রুহুল আমিন বাদশা | সভাপতি |
| ০১ | জনাব সিরাজ আলম | সভাপতি |
০২ | নবীর হোছাইন আজদা | সদস্য |
| ০২ | জনাব আক্তারুজ্জমান | সদস্য |
০৩ | জনাব জাফর আলম | সদস্য |
| ০৩ | জনাব আবু তালেব | সদস্য |
০৪ | আতাউল্লাহ বুভারী | সদস্য |
| ০৪ | জনাব আনচারুল করিম সিকদার | সদস্য |
০৫ | জিন্নাত আরা বেগম | সদস্যা |
| ০৫ | জনাবা করিমা বেগম | সদস্যা |
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস