Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ইউআইএসসি

 

ধলঘাটা ইউনিয়ন তথ্য ও সেবা কেন্দ্র।

 

ইহা বাংলাদেশের অন্যান্য তথ্য সোবার মত ২০১০ সালের ১১ নভেম্বর প্রতিষ্টা লাভ করেন। বাংলাদেশের মাননীয় প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সারা বাংলাদেশে এক সাথে উক্ত দিন সকাল ১০ টায় ইহার উদ্ভোধনী ঘোষনা করেন।

এখানে সল্পমূল্যো সেবা ও বিনা মূল্যো তথ্য প্রদান করা হয়। বর্তমানে এই সেবা কেন্দ্র হতে নিন্মোক্ত সেবা সমূহ পাওয়া যায়:-

১। জন্ম নিবন্ধন, ২। মৃত্যু নিবন্ধন, ৩। জাতীয় সনদ, ৪। ওয়ারিশ সনদ, মামলা, বিচারিক সহ যে কোন আবেদন

বা আবেদন ফরম পাওয়া যায়।

প্রতিষ্টাকাল থেকে ইহাতে ২ জন উদ্যোক্তা সরকারী নিয়মানুযায়ী নিয়োগ দেয়া হয়, এরা হলেন:-

 

পুরুষ উদ্যোক্তা

১। মোহাম্মদ গিয়াস উদ্দিন।

পিতা: আলহাজ্ব রওশন আলী।

মাতা: আরফা বেগম।

শিক্ষাগত যোগ্যতা: এম,এম ( অনার্স)

গ্রাম: সাপমারার ডেইল

ইউনিয়ন: ধলঘাটা।

উপজেলা: মহেশখালী।

জেলা: কক্সবাজার।

মহিলা উদ্যোক্তা

২। রাজিয়া সুলতানা পারভিন।

পিতা: আলহাজ্ব হাসমত আলী।

মাতা: তৈয়বা  বেগম।

শিক্ষাগত যোগ্যতা: এইচ,এস,সি (আলিম)

গ্রাম: সাপমারার ডেইল

ইউনিয়ন: ধলঘাটা।

উপজেলা: মহেশখালী।

জেলা: কক্সবাজার।