প্রিয় উদ্যোক্তা বন্ধুরা,
ডিজিটাল সেন্টারের দৈনিক প্রতিবেদন আপলোডের সাইট ডিজিটাল সেন্টার ম্যানেজমেন্ট সিস্টেম এতদিন আইপি এ্যাড্রেসের মাধ্যমে পরিচালিত হয়ে আসছিল । সিস্টেমের নিরাপত্তার স্বার্থে আজ থেকে আইপি এড্রেসের বদলে অতীব গুরুত্বপূর্ণ এই সাইটটি dcms.e-service.gov.bd ডোমেইন নেমের মাধ্যমে পরিচালিত হচ্ছে । এই লিংক-এ ক্লিক করে ডিসিএমএস-এ প্রতিদিনের রিপোর্ট আপলোড করুন। সকলের ইউজার আইডি ও পাস ওয়ার্ড অপরিবর্তিত থাকবে । এ বিষয়ে কোন সমস্যা হলে, সমস্যাটির কথা লিখে নিম্নোক্ত ইমেইল ঠিকানায় পাঠিয়ে দিন।
ধন্যবাদান্তে
অনুপম হাসান মিঞা
এটুআই
anupamhasan1@gmail.com
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস